Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বালিগাঁও ইউনিয়নের ইতিহাস

বালিগাঁও ইউনিয়ন।ফেনীসদর উপজেলার মনোরম প্রাকৃতিক আবহে এটির অবস্থান। ইতিহাস ঐতিহ্যের দিক থেকেএ অঞ্চলের ব্যাপক সুনাম রয়েছে এবং ঐতিহ্যের সে ধারা এখনো অভ্যাহত রয়েছে।অসংখ্য জ্ঞানী-গুনি ও সাধকের জন্ম এখানেই। মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলেরশতশত তরুণ, যুবক সর্বস্ব বিলিয়ে লাল সবুজের পতাকা অর্জনে জাপিয়ে পড়ে।কালপরিক্রমায় বালিগাঁও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল রেখেচলেছে।

 

(ক) নাম: ০৭নং বালিগাঁও ইউনিয়ন পরিষদ

(খ) আয়তন: ০৯ বর্গমাইল

(গ) লোক সংখ্যা: ৫৮,৫০০জন,

(ঘ) গ্রামের সংখ্যা: ১৪ টি

(ঙ) মৌজার সংখ্যা : ১৪ টি

(চ) হাট বাজার সংখ্যা: ০৪টি

(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম: রিক্সা ও সিএনজি

 

(জ)শিক্ষার হার: ৯০%