বালিগাঁও ইউনিয়ন।ফেনীসদর উপজেলার মনোরম প্রাকৃতিক আবহে এটির অবস্থান। ইতিহাস ঐতিহ্যের দিক থেকেএ অঞ্চলের ব্যাপক সুনাম রয়েছে এবং ঐতিহ্যের সে ধারা এখনো অভ্যাহত রয়েছে।অসংখ্য জ্ঞানী-গুনি ও সাধকের জন্ম এখানেই। মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলেরশতশত তরুণ, যুবক সর্বস্ব বিলিয়ে লাল সবুজের পতাকা অর্জনে জাপিয়ে পড়ে।কালপরিক্রমায় বালিগাঁও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল রেখেচলেছে।
(ক) নাম: ০৭নং বালিগাঁও ইউনিয়ন পরিষদ
(খ) আয়তন: ০৯ বর্গমাইল
(গ) লোক সংখ্যা: ৫৮,৫০০জন,
(ঘ) গ্রামের সংখ্যা: ১৪ টি
(ঙ) মৌজার সংখ্যা : ১৪ টি
(চ) হাট বাজার সংখ্যা: ০৪টি
(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম: রিক্সা ও সিএনজি
(জ)শিক্ষার হার: ৯০%
(ঝ) নব গঠিত পরিষদের বিবরণ :
শপথ গ্রহনের তারিখ : ২২/১২/২০১৬ইং।
প্রথম সভার তারিখ : ০১/০২/২০১৭ইং।
মেয়াদ উত্তীর্ণের তারিখ : ০১/০২/২০২২ইং।
(ঞ) গ্রাম সমূহের নাম :
বালিগাঁও আক্রামপুর কৃরুচিয়া
হকদি চরহকদি চরহুজুরী
ধুমসহাদ্দা কাতালিয়া মরুয়াচর
সুন্দরপুর মধুয়াই চরমধুয়াই
বেতাগাঁও ডোমরা
(ট) ইউনিয়ন পরিষদের জনবল :
১। নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।
২। ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন।
৩। উদ্যোক্তা ২ জন
৪। ইউনিয়ন গ্রাম পুলিশ- ৯ জন।
৫। দপাদার ১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস